জন্মদিনে হাসপাতালে লেম্যান, হবে হার্টে অস্ত্রোপচার

ড্যারেন লেম্যানউপলক্ষ ছিল দুটি। একদিকে নিজের ৫০তম জন্মদিন, অন্যদিকে ছেলের ম্যাচ। গোল্ডকোস্টে দিনটি ক্রিকেটের সঙ্গে কাটাতে চেয়েছিলেন ড্যারেন লেম্যান। কিন্তু আজ (বুধবার) বিশেষ দিনটি বিষণ্ণতায় ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচের। ছেলের ম্যাচ দেখার সময়ই বুকে ব্যথা ওঠে। অবস্থা এতটাই গুরুতর যে, হার্টে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের ওয়েসবাইটে জানিয়েছে, শনিবার বাইপাস সার্জারি হবে লেম্যানের। এখন তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। কঠিন এই পরিস্থিতিতে সবার দোয়া চেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবারের সবার সহমর্মিতার জন্য আমি কৃতজ্ঞ। আমি সবচেয়ে সেরা চিকিৎসা পাচ্ছি এখানে। সবার দোয়া চাই, আর আমার বিশ্বাস শিগগিরই নিজের পায়ে দাঁড়াতে পারব।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান লেম্যান। যদিও এবারের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের দায়িত্ব নিয়ে আবার কোচিংয়ে ফেরেন সাবেক অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার কোচ হিসেবে সাফল্য পাওয়া লেম্যানের খেলোয়াড়ি জীবনও রঙিন। ২৭ টেস্টে ৪৪.৯৫ গড়ে করেছেন ১ হাজার ৭৯৮ রান, সঙ্গে আছে ১৫ উইকেট। আর ১১৭ ওয়ানডেতে ৩৮.৯৬ গড়ে ৩ হাজার ৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ৫২ উইকেট।