এখন নেতৃত্ব উপভোগ করছেন মুমিনুল

মুমিনুলস্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তার অবর্তমানে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে। পরে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টেও বাংলাদেশ খেলেছে তার নেতৃত্বে। তিন টেস্টে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়া মুমিনুল তাকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দিকে।

২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ভারতের বিপক্ষে নেতৃত্বের দায়িত্ব সামলাতে গিয়ে কিছুটা স্নায়ুচাপে ভুগেছেন। ওই অবস্থা কাটিয়ে এখন নেতৃত্ব দিতে প্রস্তুত মুমিনুল। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রথম প্রথম একটু অস্বস্তিতে ছিলাম, তবে পাকিস্তানেও অনেকটা সহজ হয়ে গিয়েছিল। আগের তুলনায় এখন অনেক স্বস্তি নিয়ে কাজ করতে পারছি। ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন- সবকিছু এখন আগের চেয়ে আরামদায়ক। প্রথম একটা সিরিজ একটু চ্যালেঞ্জিং ছিল, এখন সেটা কেটে গেছে।’

ভারত-পাকিস্তানের পর জিম্বাবুয়ে টেস্টেও বাংলাদেশের নেতৃত্বে মুমিনুল। যদিও তিনি জানেন না কতদিনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য এটাকে সমস্যাও মনে করছেন না মুমিনুল, ‘স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি কোনও কিছু বলা নেই। আমি করছি, উপভোগও করছি। যখন যেভাবে দায়িত্ব দেবে, সেটা পালন করতে চাই। মানিয়ে নিচ্ছি সমস্যা হচ্ছে না।’