দক্ষিণ আফ্রিকার জরিমানা

বড় হারের পর জরিমানাও গুনতে হচ্ছে প্রোটিয়াদেরএ যেন মরার ওপর খাড়ার ঘা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট ও সবচেয়ে বড় ব্যবধানে হারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কপালে জুটলো জরিমানা। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ২০ শতাংশ দিতে হচ্ছে খেলোয়াড়দের।

নির্ধারিত সময়ে কুইন্টন ডি ককের দল এক ওভার পিছিয়ে ছিল। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ড্রু পাইক্রফট এ শাস্তি দিয়েছেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দেওয়ার বিধান রয়েছে। ডি কক অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না।

মাঠের আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও আলাউদিয়েন পালেকার এবং থার্ড আম্পায়ার বোনগানি জেলে ও ফোর্থ আম্পায়ার ব্রাড হোয়াইট অভিযোগ তোলেন।

দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচটি হেরে গেছে ১০৭ রানের ব্যবধানে, তারা অলআউট হয় ৮৯ রানে। দুই দল পরের ম্যাচ খেলবে আগামীকাল রবিবার পোর্ট এলিজাবেথে।