নাজমুল এখন অনেক নির্ভার

ফিফটির পর নাজমুলবয়সভিত্তিক ক্রিকেট থেকেই নাজমুল হোসেনের ওপরে চোখ ছিল নির্বাচকদের। হাই পারফরম্যান্স ইউনিট আর ‘এ’ দলে রেখে তাকে তৈরি করেছে বিসিবি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে শুরু থেকে রানের দেখা পাচ্ছিলেন না। অবশেষে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন আজ। জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রান করার পর ওয়ানডে দলে ফেরার সুখবর পেয়েছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে দেড় বছর পর ওয়ানডে দলে ফেরা নিয়ে কথা বলতে হলো নাজমুলকে, “লম্বা সময় ধরে বিসিবির পরিকল্পনায় আছি। এটা ইতিবাচক ব্যাপার। জাতীয় দল থেকে বাদ পড়লেও হাই পারফরম্যান্স আর ‘এ’ দলে ছিলাম। নির্বাচকেরা আমাকে সব জায়গায় সুযোগ দিয়েছেন। এমন সুযোগ পাওয়া প্রত্যেক ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ। এখন মাঠে নামার সময় আগের চেয়ে বেশি নির্ভার থাকি।”

টেস্ট ক্রিকেটে আগের ছয় ইনিংসে সর্বোচ্চ রান ৪৪। এশিয়া কাপে খেলা তিনটি ওয়ানডেতে রান ছিল ৭, ৭ ও ৬। তবু নির্বাচকেরা তার ওপরে আস্থা হারাননি। নাজমুল বললেন, ‘আগে আমার মধ্যে একটা ভয় কাজ করতো। মনে হতো খারাপ খেললেই বাদ পড়ে যাবো। তবে এখন তেমন কিছু চিন্তা করি না। ভালো বা খারাপ খেলা ক্রিকেটের অংশ। দলে থাকা নিয়েও ভাবি না। দলের কোচিং স্টাফ আমাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। এটা আমার জন্য ইতিবাচক দিক।’

দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে থাকলেও ৭ উইকেট হাতে আছে বাংলাদেশের। নাজমুল আশাবাদী, একমাত্র টেস্টে বড় লিড নিতে পারবে দল, ‘মুমিনুল ভাই আর মুশফিক ভাই ভালো ব্যাট করছেন। কাল উনারা অনেকক্ষণ খেলতে পারলে আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো।’