নিউজিল্যান্ডের মধুর সমস্যা

ফিরছেন নাইল ওয়াগনারটেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম হারের তিক্ততা দিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্ট জিতে প্রাণবন্ত কিউইরা দ্বিতীয় টেস্টের প্রস্তুতি পর্বে মধুর সমস্যার মধ্যে। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রথম টেস্টে ছিলেন না নাইল ওয়াগনার। বুধবার দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরবেন তিনি ম্যাট হেনরির জায়গায়। ওয়াগনার ফেরায় কিভাবে একাদশ সাজানো হবে, সেটিই এখন ভাবনা নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের।

অভিষেকে আলো ছড়িয়েছন কাইল জেমিসন। ওয়াগনারের অভাব এতটুকু টের পেতে দেননি দীর্ঘদেহী পেসার। ওয়েলিংটনে ভালো করার পরও শনিবার থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে থাকছেন কিনা, সেই সংশয়ের মধ্যে এই পেসার। শুধু তিনি কেন হবেন, নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও দ্বিধায়। যদিও ওয়াগনারকে বাইরে রাখার কোনও কারণই দেখছেন না কিউই কোচ।

দ্বিতীয় টেস্টের দল নির্বাচন নিয়ে স্টিড বলেছেন, ‘হ্যাঁ, দল নির্বাচন নিয়ে সবসময়ই একটা দ্বিধা থাকে। তবে সেটি এখন আরও বেড়ে যাচ্ছে। নাইল ওয়াগনার ফিরেছে, সে অনেকদিন ধরে আমাদের দলে আছে। আর কাইল জেমিসন অভিষেকেই যা করেছে, আমার কাছে সেটি দুর্দান্ত। আমাদের জন্য দারুণ কাজ করেছে।’

তাহলে এই অবস্থায় ওয়াগনার নাকি জেমিসন? কিউই কোচ ওয়াগনারের দিকেই গেলেন, ‘আমার মনে হয় ওয়াগনার। একটা টেস্ট খেলতে না পারাটাই যেখানে বড় ব্যাপার, সেখানে দুটো টেস্ট, কোনও সন্দেহ নেই সে ফিরছে।’

ঐতিহ্যগতভাবে হ্যাগলি ওভাল পেস বোলারদের সহায়তা করে। তাই নিউজিল্যান্ডের সুযোগ থাকছে চার পেসার নিয়ে একাদশ গড়ার— মূল দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সঙ্গে ওয়াগনার ও জেমিসন।

যদিও দ্রুত কোনও সিদ্ধান্তে আসতে রাজি নন স্টিড, ‘আমরা এই ধরনের বিষয়গুলো সবসময়ই বিবেচনায় নিয়ে থাকি। আমরা সেখানে যাব, উইকেট দেখবো, এখনও তিন-চার দিন সময় আছে, তাই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। তবে হ্যাগলির উইকেট পেসারদের সাহায্য করে থাকে।’