টিভিতে কৌতুক, খেপেছেন মিয়াঁদাদ

javedmiandad-1557145033‘বড়ে মিয়াঁ’ বেজায় চটেছেন। কোনও ক্রিকেটারের ওপর নয়, কোনও ক্রিকেট কর্মকর্তার বিরুদ্ধে নয়। এমনকি এই রাগ ও ক্ষোভ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়েও নয়। খেপেছেন পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠান নিয়ে। বড়ে মিয়াঁ কে সেটি এতক্ষণে আপনার বুঝে যাওয়ার কথা। ইনি জাভেদ মিয়াঁদাদ, পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজে চলমান পিএসএল নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সঞ্চালক শেহজাদ ইকবাল কমেডিয়ান মীর মোহাম্মদ আলীর সঙ্গে জাভেদ মিয়াঁদাদকে নিয়ে কৌতুক করেছেন। কমেডিয়ান মোহাম্মদ আলী আবার  অভিনয় করছেন মিয়াঁদাদের ভূমিকায়। মিয়াঁদাদ এই কৌতুককে ভালোভাবে নিতে পারেননি। নিজের টুইটার অ্যাকাউন্টস এবং ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যে লোক দেশের জন্য এতকিছু করেছে, সম্মান তার প্রাপ্য। কৌতুকের (জোক) সীমার মধ্যে থেকেই কৌতুক করা উচিত। এটি হতে হবে ভদ্রস্থভাবে। তারা আমার নাম ব্যবহার করে আমাকে ডামি হিসেবে চিত্রায়িত করেছে।’ এই কৌতুকে মর্মাহত মিয়াঁদাদ জিও টিভির বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন, ‘ এরকম সরাসরি আক্রমণ করা তারা যদি না থামায় আমি আইনি ব্যবস্থা নেবো এবং শেষ পর্য়ন্ত লড়বো।’

মিয়াঁদাদ বলেছেন, তিনি সত্যিকারের একজন দেশপ্রেমিক এবং পাকিস্তানের হয়েই তিনি কাজ করেছেন এবং লড়েছেন। এ জন্যই টিভি চ্যানেলের কাছ থেকে সম্মান প্রত্যাশা করেন। তবে এরকম অনুষ্ঠানের বিরোধীও তিনি নন জানিয়ে বলেছেন, টিভি চ্যানেলগুলোর এ ব্যাপারে আরও বেশি সংবদেনশীল হওয়া উচিত।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মিয়াঁদাদ ১২৪ টেস্ট খেলে ৮৮৩২ রান করেছেন ৫২.৫৭ গড়ে। আর ২৩৩টি ওয়ানডে খেলে ৪১.৭০ গড়ে করেছেন ৭৩৮১ রান। অনেকের চোখেই তিনি পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান।