বুমরার স্বরূপ শিগগিরই, বিশ্বাস রাইটের

ভারতের সাবেক কোচ রাইটের বিশ্বাস, বুমরার ছন্দহীনতা সাময়িকনিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ ভালো কাটেনি জসপ্রীত বুমরার। ক্যারিয়ারে প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজে তার উইকেটের ঘর ছিল শূন্য। তাতে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাতে হয়েছে ভারতীয় পেসারকে। বুমরার ব্যর্থতার সিরিজে ভারতও ব্যর্থ, ৩১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জায় নীল।

ওয়েলিংটন টেস্টেও বুমরা আর ভারতের ব্যর্থতা হাত ধরাধরি করে চলেছে। বুমরার এক উইকেট প্রাপ্তির ম্যাচে তার দল হেরেছে ১০ উইকেটে। তাই আরেক দফা সমালোচনা চলছে। তবে জন রাইট সমালোচকদের দলে নেই। ভারতের সাবেক কোচের বিশ্বাস, বুমরার ছন্দহীনতা সাময়িক। শিগগিরই চেনা রূপে দেখা যাবে তাকে।

শুধু ভারত নয়, ২০১৩ আর ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ানসেরও কোচ ছিলেন রাইট। ওদিকে বুমরার আইপিএল ক্যারিয়ার জুড়ে শুধুই মুম্বাই ইন্ডিয়ানস। খুব কাছ থেকে ভারতের এক নম্বর পেসারকে দেখে রাইটের উপলব্ধি, ‘সে চোট কাটিয়ে ফিরেছে। তবে ছন্দ খুঁজে পাবেই। আসলে প্রত্যেক খেলোয়াড়ের এমন হতেই পারে। সাফল্যর পর ব্যর্থতা আসতেই পারে।’

নিউজিল্যান্ডের সাবেক ওপেনারের ধারণা, ব্যাটসম্যানরা বুমরাকে ভালোভাবে বিশ্লেষণ করছে প্রতিনিয়ত, ‘প্রতিটি দল তার অফুরন্ত ভিডিও দেখে যাচ্ছে। আপনি কোনও দলের আক্রমণের অপরিহার্য অংশ হয়ে উঠলে প্রতিপক্ষ স্ক্যানারের নিচে রেখে আপনার সেরাটা খুঁজে বের করার চেষ্টা করবেই। কখনও কখনও তারা আপনার বল শুধু খেলে যাবে, উইকেট দেবে না।’

বুমরা দ্রুত ছন্দে ফিরবেন বলেই রাইটের বিশ্বাস, ‘বুমরা বুদ্ধিমান। আমি নিশ্চিত, সে একটা পথ খুঁজে বের করবেই।’