দ্বিতীয় ম্যাচেই ধরাশায়ী পাকিস্তানের মেয়েরা

বোল্ড হয়ে গেলেন জাভেরিয়া খানআগের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়ছিল পাকিস্তান। কিন্তু পরের ম্যাচেই তারা ধরাশায়ী। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান, হেরেছে ৪২ রানে।

ক্যানবেরার মানুকা ওভালে টস হারা ইংল্যান্ডকে ভালো সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা অধিনায়ক হিদার নাইটের। ৪৭ বলে ৬২ রানের আক্রমণাত্মক ইনিংস এসেছে তার ব্যাট থেকে। ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ নাটালি শিভারের। সঙ্গে ফ্রান উইলসনও (১৯ বলে ২২) জ্বলে ওঠায় ইংল্যান্ড স্কোর বোর্ডে জমা করে ৭ উইকেটে ১৫৮ রান। ৩০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আইমান আনওয়ার।

জবাবে ১৯.৪ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। দুই ওপেনার মুনিবা আলী (১০) আর জাভেরিয়া খান (১৬) ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন একজনই—আলিয়া রিয়াজ (৩৩ বলে ৪১)। তবে সাতে নামা আলিয়ার লড়াই হারের ব্যবধানই শুধু কমিয়েছে।

তিনটি করে উইকেট আনিয়া শ্রাবসোল ও সারা গ্লেনের। দুটি করে নিয়েছেন ক্যাথরিন ব্রান্ট ও সোফি একেলস্টোন।

পাকিস্তানের হারে ‘বি’ গ্রুপের লড়াইয়ে এখন দারুণ উত্তেজনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সমান পয়েন্ট হলেও একটি ম্যাচ বেশি খেলেছে ইংল্যান্ড। ‍দুটি করে ম্যাচ খেলে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান, ২। মানে সেরা দুই দল হিসেবে চার দলের সামনেই সেমিফাইনালে খেলার সুযোগ। শুধু টানা তিন ম্যাচ হারা থাইল্যান্ডের আশা শেষ।