চন্দরপলের বিশ্বসেরা ব্যাটসম্যান কোহলি

বিরাট কোহলিনিউজিল্যান্ডে বিরাট কোহলির ব্যাটে ছিল না রান। সিরিজের প্রথম ওয়ানডেতে হাফসেঞ্চুরি করলেও পরের দুই ম্যাচে ছায়া হয়ে ছিলেন ভারত অধিনায়ক। দুই টেস্টে তো যাচ্ছেতাই ব্যাটিং। ভক্তদের তীব্র সমালোচনা এড়াতে পারেননি। তবে সাবেক গ্রেটদের প্রশংসা ঠিকই কুড়াচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড শিবনারায়ণ চন্দরপলের কাছে কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান।

রোডসেফটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসা চন্দরপল স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘অবশ্যই, বিরাট কোহলি (বিশ্বসেরা ব্যাটসম্যান)। ক্রিকেটের সব দিক নিয়ে সে কাজ করে যাচ্ছে এবং ফলাফলও দেখা যাচ্ছে। নিজের ফিটনেস নিয়ে অনেক খাটে, দক্ষতা বাড়াতেও। আপনি তাকে সবসময় পরিশ্রম করতে দেখবেন।’

কোহলিতে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪ টেস্ট খেলা সাবেক বাঁহাতি ব্যাটসম্যান, ‘সে এমন একজন, যে সবসময় ভালো করতে চায়। দীর্ঘ সময় ধরে সে এটা প্রমাণ করেছে। লম্বা সময় শীর্ষ স্থানে থাকা সহজ নয়।’

আগের দিন ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদ প্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কোহলির নাম বলেছিলেন। ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে তার বিশ্লেষণ, ‘যখনই সে রান করতে চায়, করতে পারে। সে শক্তিশালী এবং সহজেই বল সীমানাছাড়া করতে পারে। তবে তার সবচেয়ে ভালো দিক হলো, সে বিনয়ী। ক্রিকেটকে অনেক ভালোবাসে সে এবং অন্য ক্রিকেটারদেরও সম্মানের চোখে দেখে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ আচরণ।’