অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার ফুটবল লিগ বন্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ ঘোষণাআগের ঘোষণায় প্রিমিয়ার ফুটবল লিগের খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ (মঙ্গলবার) পেশাদার লিগ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে করে প্রিমিয়ার ফুটবলের লিগের খেলা শিগগিরই মাঠে গড়ানো কঠিন।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জরুরি সভা শেষে পরিস্থিতি বুঝেই বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত লিগ স্থগিত রাখা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনা করেছি। বাংলাদেশে পরিস্থিতি যতদিন পর্যন্ত স্বাভাবিক না হবে, ততদিন বাংলাদেশের পেশাদার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা স্থগিত রাখা হলো।’

পরিস্থিতির উন্নতি হলে আবারও ক্লাবগুলোর সঙ্গে সভা করে নতুন করে সিদ্ধান্ত নেবে লিগ কমিটি।