তামিমের এবারের চমক কেন উইলিয়ামসন

তামিমের আড্ডায় আসছেন উইলিয়ামসনকরোনাকালে ক্রিকেটভক্তদের বিনোদন দিতে ফেসবুক লাইভ আড্ডার আয়োজন করেছেন তামিম ইকবাল। প্রতিদিনই তার আড্ডায় অংশ নিচ্ছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। একের পর এক চমক দেওয়া তামিমের সামনের পর্বের অতিথি কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তামিমের ফেসবুক আড্ডায় দেখা যাবে কিউই অধিনায়ককে।

মঙ্গলবারের লাইভ শো-তে অতিথি হয়ে এসেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সঙ্গে ছিলেন জাতীয় দলের তিন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট। লাইভ আড্ডা শেষে তামিম তার সামনে পর্বের অতিথির নাম ঘোষণা করেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তার অতিথি হয়ে আসবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সঙ্গে সময়ের পার্থক্যের কারণে লাইভের সময়ে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় শুরু হবে তামিম-উইলিয়ামসনের লাইভ আড্ডা।

চলমান লাইভ আড্ডাটি তামিম শুরু করেছিলেন মুশফিকুর রহিমের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ দিয়ে। এরপর একে একে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ, মাশরাফি মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাসির হোসেন। পরে সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনকে নিয়ে ফেসবুকে লাইভ করেছেন। গত শনিবার তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার ও স্পিনার তাইজুল ইসলাম। 

স্থানীয় ছাড়াও বিদেশি ক্রিকেটাররা আসছেন তামিমের আড্ডায়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম। মঙ্গলবার ২০ মিনিটের জন্য আড্ডায় যুক্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম।