৩৮ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান নিজেই নিশ্চিত করেছেন খবরটি। শনিবার শরীরের মধ্যে খারাপ লাগায় পরীক্ষা করান করোনাভাইরাস। পরীক্ষায় ‘পজিটিভ’ ধরা পড়ে। তবে করোনার লক্ষণ সেভাবে অনুভব করেননি তৌফিক। এখন বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে শরীর কিছুটা খারাপ লাগায় রাতেই আমি কোভিড-১৯ পরীক্ষা করাই। এবং তাতে ফল পজিটিভ এসেছে। আমরা শরীরে কিন্তু সব লক্ষণ ছিল না।’ সঙ্গে যোগ করেছেন, ‘এখন আমি বাড়িতেই আইসোলেশনে আছি। সবার দোয়া চাই যেন আমি দ্রুত সেরে উঠতে পারি।’
২০০১ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় তৌফিকের। ১৩ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন ৪৪ টেস্ট ও ২২ ওয়ানডে। ৩৭.৯৮ গড়ে টেস্টে করেছেন ২ হাজার ৯৬৩ রান। আর ওয়ানডেতে সংগ্রহ ৫০৪ রান।