সবকিছু নতুন লাগছে মুমিনুলের

অনুশীলনে ফিরেছেন মুমিনুল হকদীর্ঘদিন পর মিরপুরের আলো-বাতাস গায়ে মাখলেন মুমিনুল হক। করোনাকালের পুরো সময়টাই ‘ঘরবন্দি’ থাকা বাংলাদেশের টেস্ট অধিনায়ক বাসায় যতখানি সম্ভব ফিটনেস নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। লম্বা সময় পর মিরপুরের ২২ গজে ফিরে তাই সবকিছু নতুন লাগছে তার। মুমিনুলের ফেরার দিনে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান।

ঈদের পর আজই (শনিবার) প্রথম ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন। পুরোনোদের সঙ্গে দীর্ঘ ৫ মাস পর অনুশীলনে যোগ দিয়েছেন কয়েকজন। তাদেরই একজন টেস্ট অধিনায়ক মুমিনুল।

এতদিন ঘরে ফিটনেস ট্রেনিং ও ভার্চুয়াল মিটিং করে নিজেকে ক্রিকেটে রাখা মুমিনুল মিরপুরে শুরু করেছেন স্কিল ট্রেনিং। নেটে ঘণ্টাখানেক ব্যাটিং করে হোম অব ক্রিকেটের সবুজ চত্বরে রানিং করেছেন তিনি। অনুশীলনের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আল্লাহর কাছে শুরকিয়া। অনেকদিন পর ক্রিকেটে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে। প্রথম দিন হওয়ায় সবকিছু নতুন নতুন লাগছে। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। আশা করছি দ্রুত মানিয়ে নিতে পারবো। অনেকদিন বাইরে ছিলাম, খুব মিস করছিলাম। অবশেষে ভালো খবর যে শুরু করতে পেরেছি।’

ঘরবন্দি থাকার সময়ে সতীর্থ ও কোচিং স্টাফদের নিয়ে সাত থেকে আটটি কনফারেন্স করেছেন মুমিনুল। ব্যাট-বল নিয়ে অনুশীলন করতে না পারলেও দীর্ঘ আলোচনায় টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয়গুলি নিয়ে ভালোভাবে কাজ করা হয়েছে উল্লেখ্য করে মুমিনুল বলেছেন, ‘লকডাউনের সময় আমরা ক্রিকেট নিয়ে অনেকটা চিন্তা-ভাবনার সুযোগ পেয়েছি। যেহেতু কোনও কাজ ছিল না। কেউ ফিটনেস নিয়ে কাজ করেছে। কেউ সাইকোলজিক্যালি কাজ করেছে। কোচদের সঙ্গে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল কাজ করেছে। কীভাবে খেলাটা স্কিলের দিক থেকে উন্নতি করা যায়। অনেকে তার ব্যক্তিগত কাজ করেছে, কীভাবে নিজের খেলার আরও উন্নতি করা যায়। আমার কাছে মনে হয়, খুব ভালো আলোচনা হয়েছে, যেগুলি দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি।’

গত কয়েক মাস মাঠের ক্রিকেটকে ভীষণ মিস করেছেন মুমিনুল, ‘যেহেতু চার-পাঁচ মাস বাইরে ছিলাম। অবশ্যই ক্রিকেটটা অনেক মিস করেছি। বিশ্বের অনেক দল ক্রিকেটে ফিরেছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অন্যতম। তাদের দেখলে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেবো। ভালো শুরু করতে পারবো ইনশাআল্লাহ।’

ঈদের পর আরও বেশি সংখ্যক ক্রিকেটার অনুশীলনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিসিবি। মুমিনুলের পাশাপাশি নতুন করে সাব্বির, মাহমুদউল্লাহ ও সাদমান ইসলাম যোগ দিয়েছেন। আগামীকাল (রবিবার) যোগ দেবেন সৌম্য সরকার ও আল-আমিন হোসেন।

বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা ঈদের আগে অনুশীলন করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।