বঙ্গবন্ধু চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে: সাকিব

shakib১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতক দল। আজ সেই ১৫ আগস্ট। পুরো বাঙালি জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। বাদ যাননি ক্রিকেটাররাও। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাকিব আল হাসান।

নিজের ফেসবুক পেজে বাঁহাতি অলরাউন্ডার লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় শোক দিবসের এই দিনে। আপনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’

নিষেধাজ্ঞার কারণে প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে সাকিব। আগামী ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে তার। তাই শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টেস্ট থেকে খেলার জোর সম্ভাবনা আছে গত বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটারের।

করোনাকালের শুরু থেকেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কয়েকদিনের মধ্যে ব্যক্তিগত ব্যবস্থায় অনুশীলনে ফিরতে পারেন তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মাঠে ফেরার অপেক্ষায় আছেন তার ভক্ত-সমর্থকেরা।