অ্যাকশন বদলের সুফল পাচ্ছেন তাইজুল

নতুন অ্যাকশনে বোলিং করছেন তাইজুল ইসলামকোরবানি ঈদের পর দ্বিতীয় দফায় ব্যক্তিগত অনুশীলন শুরুর দিন থেকেই মাঠে আছেন তাইজুল ইসলাম। বোলিং অ্যাকশন বদলে টানা বল করে চলছেন মিরপুরের একাডেমি ও সেন্টার উইকেটে। গত দুই দিন মুশফিক-তামিমদের বিপক্ষে টানা ঘণ্টাখানেক বোলিং করেছেন বাঁহাতি এই স্পিনার। আগের বোলিং অ্যাকশনে বৈচিত্র্য ছিল না তাইজুলের। কিন্তু এখন অ্যাকশন বদলে ফেলায় একই লেন্থে অনবরত ডেলিভারি দেওয়ার পাশাপাশি খুঁজে পেয়েছেন বৈচিত্র্যও।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেছেন তাইজুল। সেখানেই অ্যাকশন বদলের সুবিধার কথা জানিয়েছেন তিনি, ‘মূলত আমার আগের যে অ্যাকশনটা ছিল, জায়গায় বল করাটা অনেক সুবিধা ছিল। কিন্তু ওই অ্যাকশনটাতে তিন ফরম্যাট চালিয়ে নেওয়া কঠিন। বৈচিত্র্যের মাত্রাটা একটু কম ছিল। এখন যে নতুন বোলিং অ্যাকশন, এটা নিয়ে (ড্যানিয়েল) ভেট্টোরির (স্পিন বোলিং কোচ) সঙ্গে কথা বলেছি, সে বলল এটা দিয়ে তিন ফরম্যাটে খেলতে পারবো।’

সঙ্গে যোগ করলেন, ‘যার জন্য বিভিন্ন দিক চিন্তা করে, বলের বাউন্সের দিক চিন্তা করে, বিভিন্ন বৈচিত্র্যের কথা চিন্তা করে অ্যাকশন পরিবর্তন করা। আমি ইতোমধ্যে ফলাফলও পাচ্ছি, ব্যাটসম্যানদের বল করে। বৈচিত্র্যের দিকে সাহায্য করছে নতুন অ্যাকশন।’

নতুন অ্যাকশন তার শরীরের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। ফলে টানা দুই ঘণ্টা বল করলেও কোনও অসুবিধা হয়নি হ্যাটট্রিক দিয়ে অভিষেক রাঙানো স্পিনারের, ‘আমার শরীরের সঙ্গে অ্যাকশনটা মানিয়ে গেছে। এখন দুই ঘণ্টা বোলিং করতেও সমস্যা হচ্ছে না।’

এতে আত্মবিশ্বাস একটু একটু করে বাড়ছে তাইজুলের। সামনে আরও ভালো করার আশা তার, ‘আমাদের ব্যক্তিগত কিছু অনুশীলন ছিল, প্রত্যেকটা খেলোয়াড় এক-দুই ঘণ্টা করে সেশন করছিল। এই সেশনগুলো করাতে, ব্যক্তিগত অনুশীলন করাতে খেলোয়াড়দের সুবিধাটা হয়েছে যার যার কাজগুলো নিজের মতো করে করতে পারছি। আত্মবিশ্বাসের লেভেল বলতে এখন ব্যাটসম্যানদের বল করা শুরু করেছি, দুই সপ্তাহ হচ্ছে। আত্মবিশ্বাস বাড়ছে, কিছুদিন গেলে আরও বেড়ে যাবে।’