আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

167A0717আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। আজ (বুধবার) প্রেসিডেন্ট’স কাপের ম্যাচের ২৬তম ওভারে ইয়াসির আলীর ব্যাট ছুঁয়ে বল যায় প্রথম স্লিপে। উইকেটের পেছন থেকে দৌঁড়ে ক্যাচ নিতে গিয়ে কাঁধে ব্যথা পান মুশফিক। এরপর মাঠ ছাড়তে বাধ্য হন টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটসম্যান।

ডান কাঁধে আঘাত পেয়ে মাঠেই কিছুক্ষণ শুয়ে ছিলেন মুশফিক। এরপর ড্রেসিংরুমে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

লকডাউনের সময়টাতে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের ছিলেন মুশফিক। অন্য সব ব্যাটসম্যানের তুলনায় তার প্রস্তুতি ছিল দারুণ। তবুও দুই দিনের প্রস্তুতি ম্যাচে বড় স্কোর করতে পারেননি। রান খরা কাটাতে দলীয় প্রটোকল ছেড়ে নিজেই ঘাম ঝরিয়েছেন মিরপুরের সেন্টার উইকেটে। ওয়ানডে প্রতিযোগিতায় এসে পরিশ্রম সার্থক হয়েছে তার।

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে রান না পেলেও পরের তিন ম্যাচেই ধারাবাহিক পারফরম্যান্স এই উইকেটকিপার ব্যাটসম্যান। পেয়েছেন টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে মুশফিকের রান ২০৭। বুধবারও তার ব্যাট থেকে এসেছে ৫১ রানের দারুণ এক ইনিংস।