পাকিস্তান দলে নাটকীয় পরিবর্তন!

নিউজিল্যান্ডের কাছে ২-০ তে টেস্ট সিরিজ হারের পর বড় ধরনের পরিবর্তনের পথে হেঁটেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছে ৯ নতুন মুখ। তবে ২০ জনের দলে জায়গা হয়নি শান মাসুদ, হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাসের। যারা সর্বশেষ শেষ টেস্ট সিরিজে কিউইদের বিপক্ষে ছিলেন।

এখনও অভিষেক না হওয়া ওই ৯ ক্রিকেটার হলেন- আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, কামরান গুলাম, সালমান আলী আগা, সউদ শাকিল, নুমান আলী, সাজিদ খান, হারিস রউফ ও তাবিস খান।

মোহাম্মদ ওয়াসিম প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েই আসন্ন সিরিজের জন্য পরিবর্তনের পথে হাঁটলেন। করাচিতে ২৬ জানুয়ারি শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের দলে অধিনায়ক থাকছেন বাবর আজম। চোট সারিয়ে ফিরেছেন তিনি। এছাড়া ফিরেছেন ওয়ানডের সাবেক এক নম্বর পেসার হাসান আলী।   

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, কামরান গুলাম, সালমান আলী আগা, সউদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটকিপার), সরফরাজ আহমেদ (উইকেটকিপার), নুমান আলী, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, তাবিস খান।