করোনা মুক্ত হলেও খেলতে পারবেন না মঈন

করোনার হানায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না মঈন আলীর। লঙ্কা সফরে পজিটিভ হওয়ার পর অবশেষে করোনা মুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার। ১৩ দিনের কোয়ারেন্টিন মেনে অবশেষে ইংল্যান্ডের জীবানু সুরক্ষিত বলয়ে প্রবেশের সুযোগ পেয়েছেন।

৩৩ বছর বয়সী মঈন শ্রীলঙ্কায় নামার পরই করোনা পজিটিভ হয়েছিলেন। হালকা উপসর্গ থাকায় পরে তাকে সফরকারী দল থেকে আলাদা করে ফেলা হয়েছিল। শুরুতে বলা হয়েছিল মঈনকে কোয়ারেন্টিনে থাকা লাগবে ১০ দিন। কিন্তু যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরণ শনাক্ত হওয়ায় শ্রীলঙ্কান সরকার তার কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানোর পক্ষে ছিল। সে কারণে বাড়তি মেয়াদে কোয়ারেন্টিনে যেতে হয় মঈন আলীকে।

এখন দলে ফিরলেও ম্যাচ অনুশীলনসহ সেভাবে প্রস্তুতি না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হবে না তার।

তবে মঈনের ফেরায় খুব উচ্ছসিত ইংল্যান্ড শিবির। সতীর্থ স্যাম কারান যেমন বলেছেন, ‘মঈন ফেরায় সত্যিই খুব ভালো লাগছে। যখন আমরা ড্রেসিং রুমে যাচ্ছিলাম, মঈনকে দেখার সঙ্গে সঙ্গে সবার মুখে হাসি ফুটে উঠেছিল। সত্যিই ওই কয়েকটা সপ্তাহ সামলানো ওর জন্য কঠিন ছিল। তবে ওর সঙ্গে ক্রিকেট খেলার জন্য আমরা সবাই মুখিয়ে আছি।’