বৃষ্টির পর আবারও মোস্তাফিজের আঘাত

বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা খানেক পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। মাঠে ফিরে আবারও উইকেট উৎসবে মেতেছেন মোস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারে বিদায় দিয়েছেন আরেক ওপেনার জশুয়া ডা সিলভাকে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭.৪ ওভার শেষে ২ উইকেটে ২৯ রান। ক্রিজে আছেন ম্যাকার্থি (৮) ও অধিনায়ক জেসন মোহাম্মদ (৩)।

টস জিতে বল করতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য তুলে নেয় বাংলাদেশ। মোস্তাফিজের দ্বিতীয় বলে লেগবিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার সুনিল আম্ব্রিস। রুবেলের প্রথম ওভারের শেষ বলে দিনের প্রথম ছয়টি মেরেছিলেন আম্ব্রিসই। কিন্তু দ্বিতীয় ওভারে আর সুবিধা করতে পারলেন না। মোস্তাফিজের ফুলার লেংথের বল ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন। শুরুতে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু রিভিউতে তার আবেদন টেকেনি। বিদায় নেন ৭ রান করে।

চতুর্থ ওভারে মোস্তাফিজ তিন বল করার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ ছিল ঘণ্টা খানেক। বৃষ্টির পর খেলা শুরু হলে থিতু হতে পারেননি আরেক ওপেনার ডা সিলভাও। এবারও শিকারি মোস্তাফিজ। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গালিতে ঝাঁপিয়ে সিলভার ক্যাচ লুফে নেন লিটন দাস। ক্যাচটিও ছিল দর্শনীয়। সিলভা বিদায় নিয়েছেন ৯ রানে।