ঘরের মাঠে সাকিবের ‘১৫০’

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরার দিনে ঘরের মাঠে মাইলফলকও ছুঁয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ঘরের মাঠে ১৫০তম উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে। এর পর জেসন মোহাম্মদ ও এনক্রুমাহ বোনারের উইকেট তুলে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ১৯ ওভার শেষে ৪ উইকেটে ৫৬ রান।

টস জিতে বল করতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য তুলে নেয় বাংলাদেশ। মোস্তাফিজের দ্বিতীয় বলে লেগবিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার সুনিল আম্ব্রিস। রুবেলের প্রথম ওভারের শেষ বলে দিনের প্রথম ছয়টি মেরেছিলেন আম্ব্রিসই। কিন্তু দ্বিতীয় ওভারে আর সুবিধা করতে পারলেন না। মোস্তাফিজের ফুলার লেংথের বল ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন। শুরুতে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু রিভিউতে তার আবেদন টেকেনি। বিদায় নেন ৭ রান করে।

চতুর্থ ওভারে মোস্তাফিজ তিন বল করার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ ছিল ঘণ্টা খানেক। বৃষ্টির পর খেলা শুরু হলে থিতু হতে পারেননি আরেক ওপেনার ডা সিলভাও। এবারও শিকারি মোস্তাফিজ। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে থার্ড ম্যানে অঞ্চলে ধরা পড়েন লিটন দাসের হাতে। আর ক্যাচটিও ছিল দর্শনীয়। সিলভা বিদায় নিয়েছেন ৯ রানে।

দ্রুত দুই উইকেট পড়ে যাওয়া সেই ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থি। জুটিও গড়ার চেষ্টা করছিলেন দুজন। পোক্ত হয়ে ওঠার আগেই এই জুটি ভেঙেছেন সাকিব আল হাসান। ১৩তম ওভারে সু্ইপ করতে গিয়ে একেবারে বোল্ড হয়ে বিদায় নেন ম্যাকার্থি। তিনি করেছেন ১২ রান। তার উইকেট তুলে নিয়েই ক্যারিবীয়দের আরও কোণঠাসা করে দেন সাকিব। দ্রততায় তুলে নেন আরও দুই উইকেট। ১৭তম ওভারে স্টাম্পড হয়ে বিদায় নেন অধিনায়ক জেসন মোহাম্মদ। তিনি ফিরেছেন ১৭ রানে। ১৯তম নতুন নামা এনক্রুমাহ বোনারকেও বিদায় দেন এলবিডাব্লিউতে। ক্রিজে আছেন রোভম্যান পাওয়েল (১) ও কাইল মেয়ার্স (১১)।