নমুনা দিলেন টেস্ট দলের ক্রিকেটাররা

শনিবার ওয়ানডে দলের খেলোয়াড়দের সঙ্গে চট্টগ্রাম যাচ্ছেন মুমিনুল হকসহ টেস্ট দলের সদস্যরা। তার আগে টেস্ট দলের ক্রিকেটারদের করনো পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার টেস্ট দলের ক্রিকেটাররা নমুন দিয়েছেন। শুক্রবার যার ফল পাওয়া যাবে। নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই তখন চট্টগ্রামে যাওয়ার সুযোগ পাবেন। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

বিসিবি অবশ্য এখনও টেস্ট স্কোয়াড চূড়ান্ত করেনি। চট্টগ্রামে ২৮-৩০ জানুয়ারি তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে দুই টেস্টের দল। ২০ সদস্যের প্রাথমিক দলে আছেন ওয়ানডে দলের ১১ ক্রিকেটার।

ওয়ানডে দলের বাইরে থাকা ক্রিকেটাররা টেস্টের জন্য লাল বলে অনুশীলন শুরু করেছেন। বৃহস্পতিবার মিরপুরের ইনডোর সংলগ্ন আউটার মাঠে জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে তারা অনুশীলন করেছেন। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ব্যাট হাতে ফিরেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও।

আগামী সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ৩ থেকে ৭ ফেব্রুয়ারি সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে মুমিনুলের দল। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি।