ওয়েস্ট ইন্ডিজের চাই ১০ পয়েন্ট

ওয়ানডে সিরিজের ঢাকা পর্ব শেষ, মিশন এবার চট্টগ্রাম। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছে গেছে বন্দরনগরীতে। স্বাগতিকদের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, সুযোগ এখন ৩-০ করার। বিপরীতে ক্যারিবিয়ানদের মিশন হোয়াইটওয়াশ এড়ানোর। সেই লক্ষ্যেই চট্টগ্রামের শেষ ওয়ানডেতে নামবে সফরকারীরা। চট্টগ্রামে পৌঁছার পর দলটির কোচ ফিল সিমন্স জানিয়েও রাখলেন, তাদের ১০ পয়েন্ট চাই।

বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ার পর ওয়ানডের প্রত্যেক জয়ে থাকে ১০ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজ থেকে কোনও পয়েন্ট যোগ করতে পারেনি। তাই শেষ ম্যাচ জিতে অন্তত ১০ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করতে চায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়নি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা ভাগ্য বদলাতে পারে কিনা, সেটাই দেখার।

ক্যারিবিয়ান কোচ সিমন্স অবশ্য ইতিবাচক। শেষটা জয়ে রাঙানোর আশা তার, ‘আমরা এখানে (বাংলাদেশে) এসেছিলাম ৩০ পয়েন্টের লক্ষ্যে, কিন্তু এখন সুযোগ আছে ১০ পয়েন্টের। আমাদের সবার মধ্যেই উন্নতির ছাপ আছে। (প্রথম ওয়ানডের) ১২২ থেকে (দ্বিতীয় ওয়ানডেতে) ১৪৮ রান করেছি। তবে আমাদের ২৩০ থেকে ২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের অবশ্যই লড়াইয়ের সুযোগ দিতে হবে। তবে হ্যাঁ, আমরা ১০ পয়েন্ট অবশ্যই চাই।’

ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে সাতজনের। ২০২৩ বিশ্বকাপ লক্ষ্য রেখেই এতজনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বলে মন্তব্য সিমন্সের, ‘এই পর্যায়ে এসে কেমন করতে পারে, সেটা দেখানোর বড় সুযোগ ছেলেদের সামনে। ২০২৩ বিশ্বকাপে নিজেদের রাখার সুযোগও থাকছে তাদের।’

টেস্ট সিরিজেও ‘অভিষেক হতে যাচ্ছে বেশ কয়েকজনের’, এই তথ্য দিয়ে সিমন্স বললেন, ‘ওয়ানডে স্কোয়াডে থাকা পাঁচজন ছাড়া বাকি ১০ ক্রিকেটারাও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই ধরনের কন্ডিশনে এবং আমরা যে পরিবেশে এখন আছি, সেখান থেকে ক্রিকেট খেলতে গেলে অনেক শক্তিশালী হতে হবে। দেখা যাক, সেই শক্তি নিয়ে সামনে থেকে কে নেতৃত্ব দিতে পারে।’