মোস্তাফিজের জোড়া আঘাত

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশ। জোড়া আঘাতে দুই উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে ৬.৩ ওভারে ২ উইকেটে ৩১ রান।

দ্বিতীয় ওভারে কিওর্নকে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন মোস্তাফিজ। খোঁচা মারতে গিয়েই বিদায় নেন কিওর্ন। তিনি ৮ বল খেলে ফিরেছেন ১ রানে। আরেক ওপেনার সুনিল আম্ব্রিস দুটি বাউন্ডারি মেরে রান বাড়িয়ে নিলেও তাকেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে তাকে এলবিডাব্লিউ করেছেন কাটার মাস্টার। ক্রিজে আছেন এনক্রুমাহ বনার (১২) ও কাইল মেয়ার্স (০)।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। টস হেরেও চার অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৬ উইকেটে করে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা সর্বোচ্চ সংগ্রহ!  মূলত তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, ৬১ রানে দুটি নিয়েছেন রেইফারও। একটি নিয়েছেন মেয়ার্স।