চোটের ধরন ভালো মনে হচ্ছে না সাকিবের

দুর্দান্ত প্রত্যাবর্তনের পর সিরিজের শেষ ওয়ানডেতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চোট সম্পর্কে খুব একটা ভালো বার্তা দিলেন না এই অলরাউন্ডার।

সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই মিশনে ব্যাট-বলে ভূমিকা রেখেছেন সাকিব। চোট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইনজুরি নিয়ে এখনই আমি কিছু বলতে পারবো না। তবে এখন যে পরিস্থিতি দেখছি, তাতে ভালো মনে হচ্ছে না। তবে আসলে এটা ২৪ ঘণ্টার আগপর্যন্ত কিছুই বলা সম্ভব না।’

৩০তম ওভারে বোলিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। পরে ফিজিও জুলিয়ান ক্যালিফাতে মাঠে এসে তার কিছু প্রাথমিক চিকিৎসা দেন। এরপর দৌড়ানোর চেষ্টা করেন সাকিব। কিন্তু ভালো অনুভব না করায় মাঠ থেকে উঠে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

একবছরের নিষেধাজ্ঞ থেকে ফিরেই ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং করে ম্যাচসেরা হন সাকিব। পরের ম্যাচে নেন ২ উইকেট। সঙ্গে ব্যাট হাতে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন। আর সোমবার তৃতীয় ম্যাচে ৪.৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় উইকেটশূন্য ছিলেন সাকিব। তবে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচে ১১৩ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন সাকিব।