দুবাইতে রেসিং জিতে তামিমকে উৎসর্গ বাংলাদেশের কার রেসারের!

অনেক দেশেই মোটর রেসিং খুব জনপ্রিয়। আর ফর্মুলা ওয়ানের জন্য মাইকেল শুমাখারকে চেনে না, এমন কেউ হয়তো নেই। বাংলাদেশে অবশ্য এর কোনও প্রচলন নেই। তবে দেশের হয়ে ঠিকই একজন বিদেশের মাটিতে রেসিংয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন। যার নাম তৌহিদ আনোয়ার।  যিনি পরিচিত ‘অভীক আনোয়ার’ হিসেবেই। এবার এই ক্রীড়াবিদ দুবাইয়ে জিতেছেন প্রো চ্যাম্পিয়নশিপ রেস ওয়ান ট্রফি। যে জয়টা তিনি উৎসর্গ করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে! অবশ্য প্রশ্ন থাকতেই পারে কেন তামিমকে এভাবে উৎসর্গ করা?

গাড়ির স্টিয়ারিং হাতে ঝড়ো গতিতে এগিয়ে যেতে পছন্দ করেন অভীক আনোয়ার। তার কাছে এটা কম রোমাঞ্চকর নয়। যেখানে নাম লিখিয়ে বেশ কিছু দিন ধরে সাফল্যও পাচ্ছেন। দুই বছর আগে মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান ট্র্যাক সেপাং আন্তর্জাতিক সার্কিটে জিতেছিলেন ব্রোঞ্জ। ভারতেও ছিল সেই সাফল্যধারা। আর এই অন্যভুবনের ক্রীড়াবিদই তামিম ইকবালের ঘনিষ্ঠবন্ধু!

তাই এবার দুবাইতে জিতেই ফেসবুকে বন্ধুর প্রসঙ্গ টেনে আনলেন অভীক, ‘‘আসুন আজ আপনাদের একটা গল্প বলি। আমি একজন অসাধারণ ক্রিকেটারের বন্ধু। ওর নাম তামিম ইকবাল। ২০১৭ সালে একদিন তামিম ডেকে বলেছিল, ‘এত রেস করে লাভ কী ভাই, জেতেন না তো!’ ২০১৯ সালে আমি প্রথম রেস জেতার পর তাকে ফোন করেছিলাম। সে খুবই গর্বিত হয়েছিল আমার জেতার খবর শুনে। কিন্তু সেদিন তাকে আমি জয়টা উৎসর্গ করতে পারিনি। তাই আজ আমার জয়টা উৎসর্গ করলাম।’’

স্বাভাবিকভাবেই এমন খবর শুনে উচ্ছ্বসিত ছিলেন তামিমও। বন্ধুর এই স্ট্যাটাস পরে তিনি নিজে অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন।