নাজমুল চেয়েছিলেন মাহমুদউল্লাহকে, টিম ম্যানেজমেন্ট নিয়েছে সৌম্যকে

চট্টগ্রাম টেস্টে চোটে পড়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে যান সাকিব আল হাসান। তার জায়গায় টিম ম্যানেজমেন্ট দলে যোগ করে লাল বলের চুক্তিতেই না থাকা সৌম্য সরকারকে। অথচ বিসিবি সভাপতি নাজমুল হাসানের চতুর্থ ‘অপশন’ ছিলেন এই ব্যাটসম্যান! বোর্ড প্রধান সাকিবের বদলি চেয়েছিলেন মাহমুদউল্লাহকে, কিন্তু টিম ম্যানেজমেন্টের ইচ্ছায় জায়গা পান সৌম্য।

আজ (রবিবার) ঢাকা টেস্ট হারের পর সৌম্যর অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করেছেন নাজমুল। তিনি জানিয়েছেন, সাকিবের জায়গায় চারজনের নাম বলেছিলেন, যার সবশেষে ছিলেন সৌম্য।

সাকিবের চোটে বদলি নিতেই হতো বাংলাদেশের। নির্বাচকদের চারটি ‘অপশন’ দিয়েছিলেন বিসিবি সভাপতি। কিন্তু প্রথম তিনটি বাদ দিয়ে নির্বাচকেরা টিম ম্যানেজমেন্টের চাহিদা পূরণ করতেই সাকিবের জায়গায় সৌম্যকে অন্তর্ভুক্ত করে।

এ ঘটনায় বিরক্ত নাজমুল, ‘যখন শুনলাম সাকিব ইনজুরিতে, তখন একটা বদলি লাগবে। এক এক করে অনেক নাম বলা হয়েছে। আমার সামনে আকরাম (খান) ছিল, (মিনহাজুল আবেদীন) নান্নু ছিল, (খালেদ মাহমুদ) সুজন ছিল, (হাবিবুল বাশার) সুমন ছিল। আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা নাম। প্রথম মাহমুদউল্লাহ, দুই নম্বরে মোসাদ্দেক হোসেন, তিন নম্বরে শেখ মেহেদী ও চার নম্বর অপশন ছিল সৌম্য। তারা (টিম ম্যানেজমেন্ট) সৌম্যকে বাছাই করেছে।’

অধিনায়ক মুমিনুল হক অবশ্য সৌম্যর অন্তর্ভুক্তি নিয়ে যুক্তি দেখিয়েছেন, ‘সাকিব ভাই চলে যাওয়াতে আমাদের দলের সমন্বয় একটু ওলটপালট হয়ে গিয়েছিল। আমাদের একজন মিডিয়াম পেসার যিনি আবার ব্যাটিং করেন, এমন কাউকে দরকার ছিল। আর সৌম্য অভিজ্ঞও ছিল। সম্প্রতি ওয়ানডেও খেলেছে। কিন্তু আপনি যখন হারবেন তখন অবশ্যই চোখ পড়বে। যদি জিততাম, তখন হয়তো...।’