আবারও ‘হস্তক্ষেপ’ করবেন বিসিবি প্রধান

টস, একাদশ কিংবা ব্যাটিং অর্ডার- এইসব কৌশলগত সিদ্ধান্ত সাধারণত নিয়ে থাকেন কোচ কিংবা অধিনায়ক। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বোর্ড প্রধান নাজমুল হাসান এই সব বিষয়গুলোতে হস্তক্ষেপ করতেন। তবে তার দাবি, গত কয়েকটি সিরিজে তিনি কোনও হস্তক্ষেপ করেননি। আর সেটি না করাতেই দলের ভরাডুবি বলে মনে করেন তিনি।

“একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, সমস্যা কোথায় এটা যে কেউ বুঝি না বা জানি না, তা নয়। কিন্তু যে পদ্ধতি (বোর্ড প্রধানের জানা) দিয়ে যাচ্ছি এখন, এটাই আমার মনে হয় সঠিক পদ্ধতি। এটা করবে না, ওটা করবে না বলার চেয়ে, এইভাবে ওদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এনে যেটা করা হচ্ছে, এটা হচ্ছে আরও ভালো। আগে তাই করতাম, সোজা বলে দিতাম, ‘এটা করো, ওটা করো।’ তবে এখন এটা করি না।’’- আজ (বৃহস্পতিবার) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ক্রিকেটারদের করোনা টিকা কার্যক্রম শুরুর পর সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নাজমুল।

ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট থেকে বোর্ড সভাপতিকে যেমন তথ্য দেওয়া হয়, সেটি বাস্তবে হয় না বলেই এত ক্ষোভ বিসিবি সভাপতির। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি বলতে চাচ্ছি, মাঠে কে নামবে, কে কত নম্বরে খেলবে, এগুলো তো আগে জানতাম। এখন তো জানি না। নামার পরে দেখছি। আমাকে যেটা বলা হয়, সেটা হয় না।’

নাজমুল অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যর্থতার জন্য নির্দিষ্ট কাউকে দোষ দিতে চাচ্ছেন না। তবে তিনি নির্দিষ্ট কারণগুলো বের করতে চান, ‘আপনারা কাউকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন তো? আমি তো দোষী সাব্যস্ত করতে আসিনি। সমস্যা সমাধান করার চেষ্টা করছি। বলছি যখন, এটাই যথেষ্ট। ভারতের খেলায় টসে জিতলে বলেছে ফিল্ডিং নেবে, নামার পরে দেখি ব্যাটিং। বিশ্বকাপে দেখেছি… এই খেলার আগে দেখেছি যে অন্তত দুজন পেসার খেলবে। খেলেনি তো! আমার কথা হচ্ছে, কেন হচ্ছে, এটাই বের করতে চাচ্ছি।’

বুধবার সাবেক পাঁচ অধিনায়কের পাশাপাশি দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড সভাপতি। আজ রাতে কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করার কথা তার। সবার কাছেই নাজমুল ব্যর্থতার কারণ জানতে চাইছেন, ‘বাংলাদেশ দলের যে খেলা দেখেছি আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে, এই খেলা বাংলাদেশ দলের খেলা বলে মনে হয়নি। কারণ এরাই যখন ওয়ানডে খেলছে, টি-টোয়েন্টি খেলছে, তখন পুরোপুরি আলাদা। তখন তারা ভালো খেলছে। তাহলে টেস্টে সমস্যা কোথায়? ওদের সঙ্গে বসার পেছনে কারণ ছিল, প্রত্যেকের কাছ থেকে শুনতে চেয়েছি, সমস্যাটা কোথায়?’