সাগর পাড়ে রফিক-ঝড়

কক্সবাজারে বসেছে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফির আসর। উদ্বোধনী দিনে আজ (বৃহস্পতিবার) সাগর পাড়ে মোহাম্মদ রফিকের ব্যাটে উঠেছিল ঝড়। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮ রানে হেরেছে হাবিবুল বাশারের জেমকন টাইটানস।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম দিনের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ৩ ছক্কায় ২২ রান করেন রফিক। এ ছাড়া ২২ বলে ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। রফিকের অলরাউন্ড পারফরম্যান্সে জেমকন টাইটানসকে ১৮ রানে হারায় একমি স্ট্রাইকার্স।

টস হেরে ব্যাটিংয়ে নামা একমি স্ট্রাইকার্স ৪ উইকেটে করে ১১২ রান। সর্বোচ্চ ৩৩ রান আসে মাহবুবুল আলম রবিনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মুশফিকুর রহমান বাবু।

জেমকন টাইটানসের হয়ে ২টি করে উইকেট নেন আশিক মজুমদার ও হান্নান সরকার। এছাড়া সঞ্জয় চক্রবর্তী নেন ১ উইকেট।

১১৩ রানের লক্ষ্য ৯৫ রানে থামে জেমকন টাইটানস। জাভেদ ওমর সর্বোচ্চ ৪৯ রান করেন। এ ছাড়া হারুনুর রশিদ করেন ৩৮।

একমি স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট মোহাম্মদ রফিকের। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

এদিকে একাডেমি মাঠে বড় জয়ে পেয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর বৈশাখী বেঙ্গল। টস জিতে জাদুবে স্টার্স আগে ব্যাটিং করে নির্ধারিত ৭০ বলে ৭ উইকেট হারিয়ে করে ৯১ রান। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত ছিলেন সজল।

বৈশাখী বেঙ্গলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আলমগীর কবির। ২টি উইকেট নেন মনির।

৯২ রান তাড়া করতে নেমে ৫৯ বলে ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বৈশাখী বেঙ্গল। ওপেনিংয়ে নেমে হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাসুদ। ৩২ রান করে সাজঘরে ফেরেন টিংকু। ৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নান্নু।

জাদুবে স্টার্সের হয়ে সর্বোচ্চ ১টি উইকেট নেন হুমায়ুন।