করোনা বিরতির পর ফিরলো গলফ, দ্বিতীয় স্থানে সিদ্দিকুর

অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানসহ অন্যরা। করোনাভাইরাসের সময় কেউ কেউ অনুশীলনের সুযোগ পেলেও খেলতে পারছিলেন না। এমনকি ভারতে খেলার সুযোগ তৈরি হলে সেখানেও যাওয়া হয়নি। তাদের সেই প্রতীক্ষার অবসান হয়েছে অবশেষে। দেশেই গলফারদের খেলার সুযোগ হয়েছে। আর্মি গলফ ক্লাবে আয়োজিত প্যারাগন প্রফেশনাল গলফ প্রতিযোগিতা শুরু হয়েছে সোমবার। প্রথম দিনে দ্বিতীয় অবস্থানে আছেন দুইবারের এশিয়ান ট্যুরজয়ী গলফার সিদ্দিকুর রহমান।

প্রথম রাউন্ডে সিদ্দিকুর পাঁচটি বার্ডি, চারটি বোগি এবং একটি করে ঈগল ও ডাবল বোগি করেন। এই গলফার পারের চেয়ে একটি শট কম খেলেছেন।

সিদ্দিকুরকে টপকে শীর্ষে আছেন আকবর হোসেন। পারের চেয়ে তিন শট কম খেলেছেন তিনি। পারের সমান শট খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ রাসেল ও বাদল মিয়া।