চাহিদা মতো বেতন না পেয়ে চাকরি ছাড়লেন ভাস

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন চামিন্দা ভাস। কিন্তু এত বড় দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় আকস্মিকভাবেই চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই পেসার। একই সঙ্গে বোর্ডকে এও জানিয়েছেন, ক্যারিবিয়ান সফরে তিনি যেতে পারবেন না!

স্বাভাবিকভাবেই ভাসের এমন সিদ্ধান্ত নানা জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে।  ভাস অবশ্য এর কিছুই পরিষ্কার করেননি। তবে টুইটারে তিনি বলেছেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) একটি অনুরোধ করেছিলেন। যা মানতে রাজি হয়নি বোর্ড।

তবে লঙ্কান বোর্ড বলছে, বেতন নিয়েই যত ঝামেলা। ভাস চেয়েছিলেন আরও বেশি! কিন্তু করোনাকালে এমন চাহিদার বিষয়টি ভালোভাবে নেয়নি এসএলসি। বিবৃতিতে সেটি পরিষ্কার করেছে তারা, ‘এটা খুবই হতাশাজনক যে, পুরো বিশ্ব যখন এমন পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে ভুগছে, তখন ব্যক্তিগত আর্থিক লাভের বিষয়টিকে প্রাধান্য দিয়ে মিস্টার ভাস সফরের প্রাক্কালে আকস্মিক ও দায়িত্বজ্ঞানহীনভাবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে।’

জানা গেছে, আগের বোলিং কোচ স্যাকার যা পেতেন, সেটাই দাবি করেছিলেন ভাস। আর লঙ্কান বোর্ডে বিদেশিদের বেতন কাঠামো স্থানীয়দের তুলনায় এমনিতেই অনেক বেশি। এমন পরিস্থিতিতে ভাসের বদলি কারো নাম জরুরি ভিত্তিতে ঘোষণা করতে পারে এসএলসি।