জাহানারা বললেন, ‘এখন আমরা ফিট’

করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সিলেটে এক মাসের ক্যাম্প শেষে এখন মিরপুরে চলছে দুই সপ্তাহের ক্যাম্প। ১ মার্চ শেষ হবে ৩২ ক্রিকেটারের অনুশীলন পর্ব। এরপর ৬ মার্চ থেকে বাংলাদেশ গেমসে অংশ নেবে মেয়েদের তিনটি দল। সিলেটে প্রতিটি দল পাবে দুটি করে ম্যাচ। তবে জাহানারা আলমের চোখ থাকছে আন্তর্জাতিক ক্রিকেটেই।

তাই সামনে বাংলাদেশ গেমস থাকলেও এই প্রস্তুতি আসলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ নিয়ে। মার্চেই বাংলাদেশ সফরে আসার কথা আফ্রিকান দলটির। তার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জাহানারা। সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ সামনে রেখে। সিলেটে একটা ক্যাম্প করেছি আমরা। যেহেতু পুরো গ্রাউন্ড ব্যবহারের সুযোগ ছিল আমাদের, ইনডোর থেকে সেন্টার উইকেট, ওখানে ১০টার মতো ৫০ ওভারের ম্যাচ খেলেছি। সব মিলিয়ে আমাদের প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে।’

শুধু স্কিল নয়, ফিটনেসেও সন্তুষ্ট জাহানারা। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট এখন দলের সবাই, ‘আমার মনে হয়, ট্রেনার খুশি হবে যে আমরা মোটামুটি অ্যাভারেজ একটা ফিটনেসে আছি। কিছু প্লেয়ারের ফিটনেস আরও ভালো হয়েছে, উন্নতি হয়েছে। তো অ্যাভারেজ দেখতে গেলে মোটামুটি ভালো পজিশনেই আছি, এখন আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিট।’

সিলেট ও ঢাকাতে ক্যাম্প চললেও খণ্ডকালীন কোচ দিয়ে পরিচালনা করা হচ্ছে মেয়েদের ক্যাম্প। কোচের অভাব পূরণ করতে নির্বাচক মঞ্জুরুল ইসলাম পেস বোলিং কোচের ভূমিকায় নেমে গেছেন। জাহানারা বললেন, ‘সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি পেস বোলার ছিলেন। তিনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং কোচ আছেন শাহনু স্যার, স্পিন কোচ ওয়াহিদ গনি স্যার আছেন। সুতরাং বলা যায়, পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’