রাজস্থান র‌য়্যালসের কর্তাব্যক্তিরা কেন শেরেবাংলা স্টেডিয়ামে?

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অন্যরকম চিত্র। মাঠ পরিদর্শনের ঘটনা নতুন নয়, অনেক দেশই তো আসে। তবে এবারেরটি ভিন্ন চিত্র এই কারণে, মিরপুরের হোম অব ক্রিকেট দেখতে এসেছেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসের কর্তাব্যক্তিরা!

তারা শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ ও অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটির সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন কর্মকর্তা।

প্রশ্ন আসতে পারে, হঠাৎ কেন বাংলাদেশের স্টেডিয়ামের সুবিধাদি পরিদর্শনে এসেছে আইপিএলের দলটি? ২০২১ সালের আইপিএলের মূল আসরে নামার আগে প্রস্তুতি ক্যাম্প হিসেবে শেরেবাংলা স্টেডিয়াম কেমন হয়, সেটি দেখতেই এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা।

রাজস্থান রয়্যালসের মাঠ পরিদর্শন প্রসঙ্গে বিসিবির এক পরিচালক বলেছেন, ‘মিরপুরে মাঠ দেখতে এসেছে ওদের (রাজস্থান রয়্যালস) প্র্যাকটিস ভেন্যুর জন্য। অন্য কিছুর জন্য নয়। এখানে আইপিএলের ভেন্যুর কোনও সম্ভাবনা নেই।’

আইপিএলের কোনও দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কর্তাব্যক্তিরাও দেখতে এসেছিলেন বাংলাদেশের হোম অব ক্রিকেট। আইপিএল প্রস্তুতিতে মিরপুর স্টেডিয়ামকে ব্যবহার করা যায় কিনা, সেটি পর্যবেক্ষণ করতেই তাদের আসা।

অন্য একটি কারণেও শেরেবাংলা স্টেডিয়ামকে ‘অনুশীলন ভেন্যু’ বানানোর ইচ্ছা থাকতে পারে রাজস্থানের। আর সেটি হলো মোস্তাফিজুর রহমান! সামনের আইপিএলে বাঁহাতি পেসারকে দলে নিয়েছে রাজস্থান। নিলামে ১ কোটি রুপিতে তাকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।