বাংলাদেশে একাডেমি করতে চায় রাজস্থান রয়্যালস

হুট করেই মিরপুরের হোম অব ক্রিকেটে রাজস্থান রয়্যালসের কর্তা ব্যক্তিদের আগমন। তাদের এই আগমন উপলক্ষে কয়েক ঘণ্টার জন্য সরগরমও হয়ে উঠেছিল মিরপুরের চত্বর। কারণ রাজস্থানের ক্যাম্প মিরপুরে সম্ভব কিনা, সেটি পর্যবেক্ষণ করতেই তাদের এমন ঝটিকা সফর। পর্যবেক্ষণ শেষে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান বারঠাকুর জানিয়েছেন, বাংলাদেশে তাদের ক্রিকেট একাডেমি করার ইচ্ছের কথা।

বৃহস্পতিবার দুপুরে ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান বারঠাকুরের নেতৃত্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করে রাজস্থানের একটি প্রতিনিধি দল। এছাড়া বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডা সিলভা প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বারঠাকুর আগমনের কারণ খোলাসা করেন, ‘আমি এখানে স্টেডিয়ামটি দেখতে এসেছি, যে কীভাবে বাংলাদেশের জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারি। যাতে বাংলাদেশ ও ভারতের অঞ্চলগুলো নিয়ে যৌথভাবে উন্নতি করা যায়।’

এর পরেই বারঠাকুর জানান একাডেমি করার কথা, ‘আমি ভাবছি এখানে (বাংলাদেশে) একাডেমি করবো। যার নাম হবে রয়্যাল একাডেমি।যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি, ভাবনার মধ্যে আছে।’

প্রতিনিধি দলের সঙ্গে থাকা বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেন বলেছেন, ‘আমার মাঠ দেখানোর দায়িত্ব ছিল, তাদের মাঠ দেখিয়েছে। শেরে বাংলাসহ একাডেমি মাঠ সবকিছুই তারা ঘুরে-ফিরে দেখেছেন। মাঠের সুযোগ-সুবিধা দেখে তারা খুব খুশি। তবে কোনো ক্যাম্প করবে কী না, আমার জানা নেই। এটা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’

আইপিএলের কোনও দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কর্তাব্যক্তিরাও দেখতে এসেছিলেন বাংলাদেশের হোম অব ক্রিকেট।