সেই অক্ষর-অশ্বিনেই কাবু ইংল্যান্ড

ভারতের স্পিন আক্রমণের সামনে আবারও ব্যর্থ ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে প্রথম দিনও টিকে থাকতে পারেনি জো রুটের দল। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেছে ২০৫ রানে। জবাবে ভারত ১ উইকেটের বিনিময়ে ২৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় টেস্টের পরেই ছিটকে গেছে ইংল্যান্ড। এখন ফাইনালে যেতে এই টেস্ট ড্র কিংবা জয় চাই ভারতের। সেই লক্ষ্যে তারা নিজেদের কাজটা এগিয়ে রাখলো ভালোই।

তৃতীয় টেস্টের পিচ নিয়ে যে ধরনের সমালোচনা ছিল তার থেকে পুরোপুরি ব্যতিক্রম ছিল আহমেদাবাদের এই পিচ। এর পরেও ইংলিশরা অতিরিক্ত আগ্রাসন আর টেস্ট মেজাজের ব্যাটিং করতে না পারার ফল ভুগলো প্রথম ইনিংসে।

টস জিতে শুরু থেকে নড়বড়ে ছিল ইংল্যান্ডের ব্যাটিং। বিশেষ করে বাম হাতি স্পিনার অক্ষর প্যাটেল আবারও ঘূর্ণি জাদুতে ইংলিশদের বোতলবন্দী করে রাখতে সক্ষম ছিলেন। ষষ্ঠ ওভারে এসেই এনে দেন ব্রেক থ্রু। সাজঘরে ফেরান ওপেনার ডম সিবলিকে। প্রতিরোধহীন ব্যাটিংয়ে ৭৮ রানে ৪ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বেন স্টোকস।

ব্যক্তিগত ৫৫ রানে ওয়াশিংটন সুন্দরের বলে ইংলিশ এই অলরাউন্ডার এলবিডাব্লিউ হয়ে ফিরলে দায়িত্ব নেন ড্যান লরেন্স। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তার প্রতিরোধও। ৪৬ রানে লরেন্সকে গ্লাভসবন্দি করিয়েছেন সেই অক্ষর প্যাটেল। 

অক্ষরের মতো স্পিন আক্রমণে তার সফল সঙ্গী ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। লেজ ছেঁটে ইংল্যিান্ডের প্রথম ইনিংস শেষ করে দিয়েছেন ২০৫ রানে। ৭ উইকেটের মধ্যে তিনটি নিয়েছেন অশ্বিন আর ৪টি নিয়েছেন অক্ষর। দুটি নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ।

ব্যাট করতে নেমে শুরুতে শুভমান গিলের উইকেট হারিয়েছে ভারত। ব্যাট করছেন রোহিত শর্মা (৮) ও চেতেশ্বর পূজারা (১৫)। ভারত এখনও পিছিয়ে ১৮১ রানে।