কোহলির ‘শূন্য’ রেকর্ড

রানের বৃষ্টি ঝরিয়ে কিংবা সেঞ্চুরির ভেলায় ভেসে রেকর্ডের ডালি সাজিয়েছেন বিরাট কোহলি। এত এত প্রাপ্তির মাঝে কখনও কখনও কিন্তু লজ্জার রেকর্ডও পাশে বসে! এই যেমন ইংল্যান্ডের বিপক্ষে চলমান আহমেদাবাদ টেস্টে শূন্যের লজ্জায় ডুবলেন। রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরে ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্য করে আউট হওয়ার অপ্রত্যাশিত রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি।

ধারাবাহিক হতে পারছেন না ভারতীয় অধিনায়ক। ভালোর ইঙ্গিত দিয়ে পরের ম্যাচ কিংবা ইনিংসে আবার হতাশ করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান চতুর্থ টেস্টে আরেকবার ব্যর্থতার সাগরে ডুবলেন কোহলি। বেন স্টোকসের বলে উইকেটকিপার বেন ফকসের গ্লাভসে ধরা পড়েন শূন্য রানে। এতে টেস্ট অধিনায়ক হিসেবে অষ্টমবারের মতো রানের খাতা খোলার আগে আউট হলেন কোহলি। এতদিন ভারতের অধিনায়ক হিসেবে আটবার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ডটা এককভাবে ছিল ধোনির, এবার তার পাশে বসলেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।

চলতি সিরিজে এবার দিয়ে দ্বিতীয়বার ‘ডাক’ মারলেন কোহলি। এর আগে দ্বিতীয় টেস্টে মঈন আলীর বলে শূন্য করে আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ২০১৪ সালের পর প্রথমবার নির্দিষ্ট কোনও সিরিজে দুইবার এমন লজ্জায় পড়তে হলো তাকে।

সব মিলিয়ে টেস্টে ১২বার শূন্য রানে আউট হলেন কোহলি। যা আবার ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ঘটনা। পরিসংখ্যান বলছে, ইংলিশদের বিপক্ষে সবশেষ ৭ ইনিংসের তিনটিতেই খালি হাতে ফিরতে হয়েছে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে।