পান্তের সেঞ্চুরিতে উদ্ধার ভারত   

বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে অল্পতে আটকে রাখার স্বপ্নে বিভোর হয়েছিল ইংল্যান্ড। কিন্তু ঋষভ পান্তের দৃঢ় প্রতিরোধে ধীরে ধীরে সেই স্বপ্ন মিলিয়ে যেতে থাকে দূরে। ঘরের মাঠে তার প্রথম সেঞ্চুরির কল্যাণে ইংলিশদের প্রতিআক্রমণও হয়েছে প্রতিহত। তাতে ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২০৫ রান। ভারত এখন এগিয়ে আছে ৮৯ রানে।

আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন দুই সেশন বল হাতে অসাধারণ ছিল ইংলিশরা। প্রতিষ্ঠিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানেদের অল্পতেই ফেরায় সাজঘরে।

অপরপ্রান্তে রোহিত শর্মা অবশ্য আগলে খেলছিলেন যদিও। কিন্তু স্টোকসের বলে এলবিডাব্লিউ হয়ে রোহিতকে ফিরতে হয়েছে ৪৯ রানে। তখন অবশ্য ভারতের স্কোরবোর্ডের চেহারাটা মোটেও স্বস্তিদায়ক ছিল না, ৫ উইকেটে ১২১। কিছুক্ষণ পর রবিচন্দ্রন অশ্বিন ফিরলে ৬ উইকেটে স্কোর দাঁড়ায় ১৪৬!

এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঋষভ পান্ত। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে মিলে গড়েন দিনের মূল জুটি। সুন্দরের সঙ্গে তার জুটি ছিল ১১৩ রানের। দলের বিপদের মুহূর্তে শুরুতে ধীরস্থিরই ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান পান্ত। পরে অবশ্য হাত খুলে ব্যাট করেছেন। ঘরের মাঠের প্রথম সেঞ্চুরিটাও পূরণ করেছেন ছয় হাঁকিয়ে, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। তার ১১৮ বলের ইনিংসটা ছিল ১৩টি চার ও দুই ছয়ে সাজানো।

১০১ রানে অ্যান্ডারসনের বলে পান্ত ফিরলেও এখন ইনিংস এগিয়ে যাচ্ছে সুন্দর ও অক্ষর প্যাটেলে ভর করে। তৃতীয় দিন এ দুজনের ওপরই নির্ভর করছে অনেক কিছু। সুন্দর ব্যাট করছেন ৬০ রানে, অক্ষর প্যাটেল ১১ রানে।

৪০ রানে ৩ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। দুটি করে নিয়েছেন বেন স্টোকস ও জ্যাক লিচ।