ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শরিফুল!

বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। সফরকারী বাংলাদেশ দল সেখানে থাকায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা কাজ করছিল ক্রিকেট ভক্তদের। পর দিন অবশ্য সব দুশ্চিন্তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতাও। পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

কিউইদের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছে। ভূমিকম্পের কেন্দ্র শহর থেকে অনেক দূরে হওয়ায় এর কোনও প্রভাব পড়েনি। তাই নিয়ম মেনে শুক্রবার অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

অনুশীলনের পরে অবশ্য সেই সময়ের পরিস্থিতির কথা বর্ণনা করেছেন পেসার শরিফুল ইসলাম। ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানান তিনি, ‘আমি কেঁপে উঠেছিলাম। প্রথমে মনে করেছিলাম ঘটনাটা স্বপ্নে দেখছি। কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা ভূমিকম্প। তখন সত্যি করে বলতে আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

তবে পরে তাদের আশ্বস্ত করা হয় যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্পের কারণে এই অঞ্চলে সুনামি কোনও প্রভাব ফেলতে পারবে না, ‘পরে অবশ্য আমাদের জানানো হয় যে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্পের কারণে যে সুনামি সতর্কতা জারি করা হয়, তা এখানে প্রভাব ফেলতো না।’

গতকালের মতো এদিনও ক্রাইস্টচার্চের লিংকন গ্রিন মাঠে ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেন ক্রিকেটাররা। শরিফুল অনুশীলন নিয়ে বলেছেন, ‘যথারীতি আমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছি। আজকেও আমাদের মূল ফোকাস ছিল ফিল্ডিংয়ে। কোয়ারেন্টিনের শেষ দিন পর্যন্ত এভাবেই চলবে।’

বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পরেই বাংলাদেশ পরিপূর্ণভাবে ৫ দিনের অনুশীলনের ক্যাম্প করতে পারবে কুইন্সটাউনে।