রাবাদা-মিলাররা নেই, পাকিস্তান শুনলো আরও ভালো খবর

আইপিএল খেলতে গেছেন দলের সেরা খেলোয়াড়রা। নেই কাগিসো রাবাদা, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ‍আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। এমনিতেই দক্ষিণ আফ্রিকা দল ছিল নড়বড়ে, সেখানে আবার কোপ বসিয়েছেন চোট। স্বাভাবিকভাবেই পাকিস্তানের জন্য যুক্ত হয়েছে আরও ‘ভালো খবর’। ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজ শেষই হয়ে গেছে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার। তার জায়গায় চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন হেনরিখ ক্লাসেন।

আগামীকাল (শনিবার) জোহানেসবার্গের ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের টি-টোয়েন্টি লড়াই। এজন্য ১৮ সদস্যের বড় দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে হ্যামস্ট্রিং চোটে খেলতে পারবেন না অধিনায়ক বাভুমা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েন তিনি।

শুধু তিনি নন, দক্ষিণ আফ্রিকা দলে ইনজুরি সমস্যা আছে আরও। রাসি ফন ডের ডুসেন ভুগছেন মাংসপেশীর চোটে। যদিও তাকে দলে রাখা হয়েছে, তবে কোচ মার্ক বাউচার আগেই জানিয়ে রেখেছেন, তিনি মোটেও ঝুঁকি নেবেন না ফন ডুসেনকে নিয়ে।

চার ওয়ানডে খেলা কাইল ভেরিইনকে রাখা হয়েছে ১৮ সদস্যের দলে। একই সঙ্গে আছেন আরও তিন নতুন পেসার- সিসান্দা মাগালা, মিগেল প্রিটোরিয়াস ও লিজাড উইলিয়ামসের সঙ্গে অফস্পিনার উইহান লুবে।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের প্রথম দুই টি-টোয়েন্টি হবে জোহানেসবার্গে। আর শেষ দুটি ম্যাচ হবে সেঞ্চুরিয়নে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), বিয়র্ন ফরচুন, এইডেন মারক্রাম, আন্দিলে ফেলুকাও, বেউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, রাসি ফন ডের ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, উইয়ান মুল্ডার, তাবরেজ শামসি, লুথো সিপামলা, কাইল ভেরিইন, পিট ফন বিয়র্ন, ড্যারিন ডুপাভিলন, মিগেল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, উইহান লুবে।