মায়ের মুখ শেষবার দেখা হলো না ফারুকের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের মা নুরজাহান আকতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন নুরজাহান। মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি ফারুক। ব্যক্তিগত কাজে বেশ কিছুদিন আগে দুবাই গেছেন তিনি। করোনাভাইরাসের প্রকোপে দুবাইয়ে আটকে আছেন তিনি। যদিও একবার ভেবেছিলেন দেশে ফিরবেন, কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে মাকে শেষবারের মতো দেখার সুযোগ হয়নি তার।

ফারুক আহমেদরা সাত ভাই-বোন। তাদের এক ভাই মারা গেছেন আগেই। মৃত্যুকালে ছয় সন্তান রেখে গেছেন নুরজাহান। কিন্তু কোনও সন্তানকেই মৃত্যুর সময় কাছে পেলেন না তিনি। তার চার সন্তান থাকেন দেশের বাইরে, আর ফারুক আহমেদ আটকা পড়েছেন দুবাইয়ে। দেশে থাকা মেয়ে নিজে অসুস্থ হওয়ায় মায়ের কাছে যেতে পারেননি।

নুরজাহান সম্পর্কে আরেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসের আপন বড় খালা। তিনিও তার খালাকে শেষ দেখা দেখতে পারেননি। প্রথমবারের মতো জাতীয় দলের ডেপুটি ম্যানেজার হিসেবে শ্রীলঙ্কাতে দলের সঙ্গে আছেন তিনি।

ফারুকের ছোট খালা সালমা আনজুম লতা নিজের ফেসবুকে বড় বোনের মৃত্যু সংবাদটি জানিয়েছেন, ‘আমার মাতৃতুল্য বড় আপা নুরজাহান আকতার আর নেই। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ই এপ্রিল, শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪ ঘটিকায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বড় আপার জন্য সবাই দোয়া করবেন।’