উইকেট পড়লো ৬টি, তবে আউট হলেন কেবল তাইজুল!

দুই দিনের প্রস্তুতি ম্যাচে কঠিন দিন পার করলেন সবুজ দলের বোলার- শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের আজ (শনিবার) প্রথম দিনে তামিম ইকবালের লাল দল হারালো ৬ উইকেট, তবে আউট হয়েছেন কেবল তাইজুল ইসলাম। বাকি পাঁচ ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেছেন। তাই সারাদিনের বোলিংয়ে সবুজ দলের বোলারদের প্রাপ্তি মাত্র ১ উইকেট!

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে তামিমের লাল দল প্রথম দিনে ব্যাটিংয়ে নামে। দিনশেষে ৬ উইকেট হারিয়ে লাল দল করেছে ৩১৪ রান।

হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সবচেয়ে বেশি ৬৬ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফিরেছেন মুশফিক। এছাড়া তামিম ৬৩, নাজমুল ৫৩, সাইফ ৫২, নুরুল হাসান ৪৮ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। এর বাইরে তাইজুল ইসলাম ২ রানে আউট হন। মেহেদী হাসান মিরাজ ২৪ রানে অপরাজিত ছিলেন।

৭৯.২ ওভার বোলিং করেও সবুজ দলের সাফল্য তাইজুলের উইকেট। শুভাগত ২ রানে ফেরান বাঁহাতি এই স্পিনারকে।

তামিমের নেতৃত্বাধীন লাল দল ও মুমিনুল হকের নেতৃত্বে সবুজ দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। ২১ জনের স্কোয়াড হওয়ায় দুই দল করতে একজন খেলোয়াড় কমতি ছিল, ওই জায়গা পূরণে নেওয়া হয়েছে দলের সাপোর্টিং স্টাফের এক সদস্যকে। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করবে সবুজ দল।

প্রস্তুতি ম্যাচের দুই দল:

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এক সাপোর্ট স্টাফ।

সবুজ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম।