হাসপাতালে কেমন আছেন আকরাম খান?

গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। এর পর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হুট করে শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকালে ভর্তি হন রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে। যদিও আকরাম খানকে নিয়ে শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় চাইলে যেকোনও সময় হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

আকরামের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা তো আর সরাসরি দেখার সুযোগ পাচ্ছি না। তবে যতদূর জেনেছি উনি সুস্থ আছেন। পরীক্ষার রিপোর্টও সব ভালো এসেছে। কাশি আগের থেকে অনেকটাই কমে গেছে। এই অবস্থায় উনি চাইলে এখন হাসপাতাল ছেড়ে বাসাতে গিয়ে বিশ্রাম নিতে পারবেন। অথবা চাইলে আরও কয়েকটা দিন হাসপাতালে থেকে যেতে পারবেন। তবে আমি মনে করি, সুস্থ হওয়ার পর দুই-তিনদিন পর্যবেক্ষণে থাকা ভালো। কেননা উনিতো এখনো করোনা পজিটিভ আছেন। সেক্ষেত্রে ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে পারেন।’

আকরাম নিজেও বাংলা ট্রিবিউনকে নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছি, কাশিও নেই। সবাই দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

তাহলে কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন? এ বিষয়ে কিছু জানাতে পারলেন না সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘ডাক্তাররা আছেন, তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।’

এপ্রিলের শুরুর দিকে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় আকরাম খানের। পরে করোনা উপসর্গ দেখা দিলে গত ৯ এপ্রিল করোনার নমুনা দেন। এর পর ১০ এপ্রিল পজিটিভ শনাক্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার পর থেকে তিনি ঘরে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে চিকিৎসক মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন।