নিরাপদে দেশে ফিরতে পারায় মোস্তাফিজের কৃতজ্ঞতা  

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও দেশে ফিরলেন আজ বৃহস্পতিবার। চার্টার্ড ফ্লাইটে বিকালে দেশের মাটিতে পা রেখেছেন। বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

নিজের অফিসিয়াল ফেসবুকে বিমানে একটি ছবি পোস্ট করে বামহাতি পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কোনও ঝামেলা ছাড়াই নিরাপদে বাংলাদেশে পৌঁছাতে পেরেছি। এমন কাজটি সম্ভবে পরিণত করায় রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সহায়তার জন্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাই।’

পোস্ট করা ছবিতে দেখা গেছে, মোস্তাফিজের পাশে একই বিমানে ছিলেন তার স্ত্রী। একেবারে পেছনের দিকে ছিলেন সাকিব আল হাসান।          

এখন ভারত থেকে দেশে ফেরায় তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকবেন গুলশানের একটি হোটেলে, আর সস্ত্রীক মোস্তাফিজ থাকবেন হোটেল সোনারগাঁওয়ে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। এর ওপর ভারতের করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বিশেষ বিবেচনায় দেশে ফেরার অনুমতি পেয়েছেন দুই তারকা।

সাকিব ও মোস্তাফিজ যে আজকেই ফিরতে যাচ্ছেন, সেটি পরিষ্কার হয়ে যায় রাজস্থানের ফেসবুক পোস্টে। মোস্তাফিজের একটি ভিডিও পোস্ট করে সেখানে বলা হয়, ভারত থেকে বিদায় নিচ্ছেন কাটার মাস্টার।