শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের ‘প্লাস পয়েন্ট’

গত দেড় বছর ধরে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারেনি। বিশেষ করে সাকিব আল হাসানের অলরাউন্ডস ভূমিকার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। সাকিব ছাড়াও কখনও মোস্তাফিজুর রহমান, কখনও তামিম ইকবাল, কখনোবা মুশফিকুর রহিমের সার্ভিস পায়নি বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। আর এটাই লিটনকে আত্মবিশ্বাসী করে তুলছে।

গত দুই বছর ধরে কোনও ফরম্যাটেই সাফল্য নেই বাংলাদেশের। ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডে গিয়ে সীমিত ওভারের ৬ ম্যাচের সবক’টিতে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। এমন অবস্থায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

আত্মবিশ্বাসী লিটন জানলেন, সাদা বলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন কিছু নয়, ‘আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে ওয়ানডেতে হোম কন্ডিশনে যখন খেলি, আমরা অনেক ভালো একটা দল। এই সিরিজে আমরা পূর্ণ শক্তির দল নিয়ে নামবো। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এছাড়া তরুণ খেলোয়াড়রা আস্তে আস্তে পরিণত হচ্ছে, এখন রোলটা প্লে করাটাও গুরুত্বপূর্ণ। দলে যারা আছেন, তারা নিজেদের দায়িত্বটা পালন করতে পারলে আমরা যে কোনও দলকে হারাতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এগিয়ে না রাখলেও পিছিয়ে রাখেননি লিটন। যদিও পরিসংখ্যান বলছে, অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ঘরের মাঠে ১৭ ম্যাচের মধ্যে মাত্র চারবার শেষ হাসি হাসতে পেরেছে বাংলাদেশ। লিটন বললেন, ‘আমার কাছে মনে হয়, দুই দলই সমান শক্তিশালী। প্রথমত আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। তাহলে আমার মনে হয় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’