জাতীয় দলের হয়ে খেলা বিশেষ অনুভূতির: মোস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে ছোট বিরতির পর লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন কাটার মাস্টার। জাতীয় দলের জার্সিতে ফিরেই দারুণ অনুভূতি কাজ করছে মোস্তাফিজের। ঘণ্টাখানেক আগে সেই অনুভূতি নিজের ফেসবুক ভাগাভাগি করেছেন বাঁহাতি পেসার।

আইপিএল খেলতে গিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না মোস্তাফিজ। মঙ্গলবার ১২ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে ফেরাটা একদমই মধুর হয়নি তার। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির বাগড়ায় ঠিকমতো অনুশীলন করতে পারেননি তিনি। বৃষ্টি নামার আগে-পরে মিলিয়ে ২০ মিনিটের মতো অনুশীলন করতে পেরেছেন মোস্তাফিজ।

তবে যতক্ষণ মাঠে ছিলেন উজ্জ্বীবিত মোস্তাফিজকেই দেখা গেছে। মাঠে সতীর্থদের সঙ্গে নানা খুনসুটি করেছেন। কিছুক্ষণ ফুটবল খেলেই বৃষ্টির বাগড়ায় মোস্তাফিজের প্রথম দিনের অনুশীলন শেষ হয়। জাতীয় দলে ফিরে শিহরিত মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা সব সময় বিশেষ অনুভূতির জন্ম দেয়।’

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাকিব-মোস্তাফিজদের অনুশীলন শুরু হবে। আরও একদিন অনুশীলন করে শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আইপিএল স্থগিত হওয়ার পর ভারত থেকে গত ৬ মে দেশে ফেরেন মোস্তাফিজ। ফেরার পর হোটেলে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে গিয়েছিলেন তিনি। কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন এই বাঁহাতি পেসার।