কেন্দ্রীয় চুক্তিতে নেই স্যামি-গেইল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল।
২০১৫-১৬ মৌসুমের জন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। স্যামি-রাসেলের সঙ্গে আগের চুক্তিতে থাকা আরও তিনজন খেলোয়াড়ের এই চুক্তিতে জায়গা হয়নি। এরা হলেন- সুলেমান বেন, শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভো।
গত বছর নিজ থেকে চুক্তি গ্রহণে অস্বীকৃতি জানানো গেইল বাদ পড়েছেন এবারের চুক্তি থেকে। জায়গা হয়নি সুনিল নারিনেরও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ এই স্পিনার গত বছর চুক্তি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

গত বছর এই তালিকায় ছিল ১২ জন। এবার সেই তালিকা করা হয়েছে ১৫ জনে। এই চুক্তির মেয়াদ হবে ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

২০১৫-১৬ মৌসুমের জন্য চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা:

জেসন হোল্ডার, ক্রেইগ ব্রাথওয়েট, রাজেন্দ্র চন্দ্রিকা, ডারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, জার্মেইন ব্ল্যাকউড, জেরম টেলর, শেল্ডন কট্ট্রেল, শাই হোপ, শ্যান ডোরিচ, লিওন জনসন ও কেমার রোচ।

/এফআইআর/