ইনিংস লম্বা করতে পারলেন না নাসির, আশরাফুল ফিরলেন ৪১ রানে

ঢাকা লিগের প্রথম ম্যাচে ৩৮ রানে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শেখ জামালের হয়ে দ্বিতীয় ম্যাচেও দেখে শুনে খেলছিলেন। এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু আরিফুলের একটি বল পয়েন্টে কাট করতে গিয়ে নাসুম আহমেদের তালুবন্দি হয়ে ফিরেছেন ৪১ রানে! যাওয়ার আগে ৪ ছক্কা হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক। আশরাফুলকে হারিয়ে নাসির হোসেনও ইনিংস লম্বা করতে পারলেন না। ফিরেছেন মাত্র ২০ রান করে।

অন্তত আরও একবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল। জাতীয় লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর ঢাকা লিগ নিয়ে বড় প্রত্যাশা ছিল সাবেক এই অধিনায়কের। পর পর দুই ম্যাচে অস্বস্তি নিয়ে ব্যাটিং করলেও বড় ইনিংস খেলার সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুই ম্যাচের একটিতেও সফল হতে পারলেন না।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামে আশরাফুল-নাসিরদের নিয়ে গড়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সৈকত আলীর সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রানিং বিটুইন দ্য উইকেটে সমস্যায় পড়তে হয় আশরাফুলকে। হয়তো আগের ম্যাচে রান আউটের কারণে বাড়তি সর্তকর্তা অবলম্বন করতে গিয়েই এমন সমস্যায় পড়েছেন। কয়েক দফা রান আউট থেকে বাঁচলেও শেষ পর্যন্ত ৩৫ বলে ৪১ রানে থামতে হয়েছে বাংলাদেশের প্রথম পোস্টার বয় খ্যাত আশরাফুলকে। আশরাফুল নিজের ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কায়।

আশরাফুল আউট হওয়ার কিছুক্ষণ পর ফিরে যান নাসির হোসেনও। জাতীয় ক্রিকেট লিগে রানের বন্যা বইয়ে দিলেও ঢাকা লিগের প্রথম ম্যাচে ব্যর্থ নাসির। আগের ম্যাচে ৫ বলে কোন রান না করেই সাজঘরে ফিরেছিলেন। বুধবার শুরু থেকেই ভালো ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু মাহমুদউল্লাহর ঘূর্ণি জাদুর কাছে আত্মসমর্পণ করতে হয় তাকে। ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় নাসির ফেরেন ২০ রান করে।