প্রাইম দোলেশ্বরকে জেতালেন ফরহাদ রেজা

শাইনপুকুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে প্রাইম দোলেশ্বর। এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান দলটির অধিনায়ক ফরহাদ রেজার। ২০ ওভারে শাইনপুকুর ৭ উইকেটে করে ১৬২ রান। জবাবে ফরহাদ রেজার ঝড়ো ব্যাটিংয়ে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে গেছে প্রাইম দোলেশ্বর। ৪ উইকেটের জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও উঠে গেছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। দলীয় পারফরম্যান্সের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে ৩২ বলে সর্বোচ্চ ৪৪ রান আসে। এছাড়া সাব্বির হোসেনের ১৯ বলে করা ৩৬ রানের ঝড়ো ইনিংসও বড় স্কোর করতে ভূমিকা রেখেছে।

প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে রেজাউর রহমান ও শামিম হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল প্রাইম দোলেশ্বর। সেখান থেকে তৃতীয় উইকেটে ফজলে মাহমুদ ও সাইফ হাসান মিলে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ফজলে মাহমুদ ৩৩ বলে ৪১ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি পেয়েছেন সাইফ। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় সাইফ লিগের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে জয়ের কাজটা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক ফরহাদ রেজা। ২ চার ও ২ ছক্কায় রেজা ১১ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শাইনপুকুরের মোহর শেখ সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া তানভীর ইসলাম, হাসান মুরাদ, সুমন খান একটি করে উইকেট নিয়েছেন।