রূপগঞ্জের প্রথম জয়

অবশেষে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে পঞ্চম রাউন্ডে এসে জয়ের মুখ দেখেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তারা শাইনপুকুরকে হারিয়েছে ১৪ রানে।

বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। আগে ব্যাট করে রূপগঞ্জ ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৬ রান। জবাবে নির্ধারিত ১২ ওভারে ৬৭ রান তুলতে পারে শাইনপুকুর।

প্রথম রাউন্ডে বৃষ্টির কারণে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগাগি করে নেয়। এরপর টানা চার ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেয়েছে সাব্বির-সানজামুলদের নিয়ে গড়া রূপগঞ্জ। আগে ব্যাট করা দলটির শুরুটা ভালো হয়নি। দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হারিয়ে বিপদে পড়ে যায় তারা। সানজামুল ২৪, নাঈম ১৮, সাব্বির ১৬-এর কল্যাণে ৬ উইকেট হারিয়ে রূপগঞ্জ জমা করে ৮১ রান।

শাইনপুকুরের সেরা বোলার ছিলেন সুমন খান। ২০ রান খরচায় তার শিকার ছিল তিন উইকেট। এছাড়া রবিউল হক ২টি ও তানভীর ইসলাম একটি উইকেট নিয়েছেন।

৮২ রানের জবাবে খেলতে নেমে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় শাইনপুকুর। মাহিদুল ইসলাম অঙ্কনের ২৩ বলে ৩০ রান, সুমন খান ১২ ও রবিউল হকের ১৫ রানে সুবাদে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তারা থামে ৬৭ রানে।

রূপগঞ্জের বোলারদের মধ্যে নাবিল সামাদ ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ১ রানে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মুক্তার আলী দুটি এবং সানজামুল একটি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারটি জিতেছেন নাবিল সামাদ।