কিউই ঝড়ে এলোমেলো ইংল্যান্ড

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষেই জয় দেখছে নিউজিল্যান্ড। টেস্টের তিন দিনের বেশিরভাগ সেশনই নিজেদের করে নিয়েছে সফরকারীরা। শনিবার তৃতীয় দিনের চা বিরতির একটু আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পায় স্বাগতিক ইংল্যান্ড। শেষ দুই ঘণ্টায় কিউইদের বোলিংয়ের সামনে ১২২ রান তুলতেই ইংলিশরা হারায় ৯ উইকেট। দিনশেষে মাত্র ৩৭ রানের লিড নিতে পেরেছে ইংলিশরা।

প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩০৩ রানে অলআউট করার পর নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছিল ৭৪ রানে পিছিয়ে থেকে। শনিবার তৃতীয় দিনের চা বিরতির একটু আগে অলআউট হয় কিউইরা। লিড পায় ৮৫ রানের। ডেভন কনওয়ে (৮০), উইল ইয়াং (৮২) ও রস টেলরের (৮০) হাফসেঞ্চুরি ছাড়ানো ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ১১৯.১ ওভারে ৩৮৮ রান করে নিউজিল্যান্ড।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্টুয়ার্ট ব্রড। ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও ওলি স্টোন।

৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। নিল ওয়াগনার ও ম্যাট হেনরির তোপে ৪১ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১২২। দিনশেষে ৩৭ রানে এগিয়ে তারা।

রবিবার চতুর্থ দিনে শেষ উইকেটে ইংলিশরা নিউজিল্যান্ডকে কত রানের লক্ষ্য দেয় সেটিই দেখার। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ সংগ্রাহক মার্ক উড (২৯)। এছাড়া ওলি পোপ খেলেন ২৩ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার নিল ওয়াগনার। ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ম্যাট হেনরি ৩৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট পেয়েছেন এজাজ প্যাটেল।