X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৬:১১আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৬:১৪

বার্মিংহমে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিসিসিআইর নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ লংঘন করেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বিসিসিআই নিয়ম করে, কোনও খেলোয়াড় আলাদা হয়ে মাঠে যেতে পারবে না কিংবা মাঠ ছাড়তে পারবে না। তাদেরকে একসঙ্গে টিম বাসে থাকতে হবে। বৃহস্পতিবার জাদেজা তা করেননি।

তবে কোনও শাস্তি পেতে হচ্ছে না জাদেজাকে। কারণ এই নিয়ম তিনি ভেঙেছেন দলের জন্য! নিজের ইনিংস শুরুর আগে নেটে কিছু বাড়তি বলে নিজেকে ঝালিয়ে নিতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। লিডসে ভারতের দুইবারের ব্যাটিং ধসের কথা মাথায় ছিল তার। এজবাস্টনে তিনি ভিন্ন রূপে। ফ্ল্যাট পিচে ৫ উইকেটে ২১১ রানের পর শুবমান গিলের সঙ্গে জুটি গড়েন জাদেজা। 

বৃহস্পতিবার ৪১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। গিলের সঙ্গে তার জুটি ছিল অবিচ্ছিন্ন ৯৯ রানের। নতুন বলে এই প্রতিরোধ ভাঙার শঙ্কা ছিল। কিন্তু তেমন কিছু হতে দেননি জাদেজা। গিলের সঙ্গে জুটিটা হয়েছে ২০৩ রানের। নিজেও করেছেন ৮৯ রান।

সেজন্য একটু আগেভাগে মাঠে গিয়ে নেটে অনুশীলন করেছেন বললেন জাদেজা, ‘আমার মনে হচ্ছিল, আগে গিয়ে বাড়তি একটু ব্যাটিং করা উচিত, কারণ বল তখনও নতুন ছিল। মনে হয়েছিল, নতুন বল পার করে দিতে পারলে ইনিংসের বাকিটা সহজ হয়ে উঠবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পেরেছি। পরে ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) শুবমানের সঙ্গে আরেকটা ভালো জুটি গড়তে পেরেছে।’

তিনি বললেন, ‘ইংল্যান্ডে যত বেশি ব্যাটিং করা যায়, ততই ভালো। কারণ ইংল্যান্ডে আপনার কখনও মনে হবে না যে আপনি থিতু হতে পেরেছেন। যে কোনও সময় বল সুইং করে এবং আপনার ব্যাটের কানায় লাগতে পারে বা বোল্ড করে দিতে পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশের ওয়াদিফা
বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশের ওয়াদিফা
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন দাবি হিন্দু মহাজোটের
সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন দাবি হিন্দু মহাজোটের
সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন
সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত